আমি রেডি ছিলাম আমাকে আনা হয়নিঃ খালেদা জিয়া
অনলাইন ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আগের ডেটে আদালতে আসার জন্য আমি রেডি ছিলাম। আমাকে আনা হয়নি। অথচ বলা হয়েছে, আমি নাকি ঘুমিয়ে ছিলাম। তাই আমাকে আদালতে আনা যায়নি। এই তথ্য সঠিক নয়।
আজ রবিবার দুপুরে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে শুনানিকালে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া আরো দাবি করেছেন, গত তারিখে তিনি রেডি হয়ে বসে ছিলেন। কেউ তাকে আনতে যায়নি।
ওই দিন নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে বেগম খালেদাকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীকে আদালতে আনা হয়নি। রাষ্ট্রপক্ষ বলেছিল, খালেদা জিয়া ঘুমিয়ে আছে, তাই হাজির করা হয়নি।