যেকোন হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদাপ্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন।
রবিবার দুপুর ১২টায় রাজশাহী সেনানিবাসের শহিদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের (বিআইআরসি) ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারগণের হাতে জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান করেন।