সব

সাবেক প্রেমিকের সঙ্গে দীপিকা, ফাঁস ছবি!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 4th March 2019at 11:07 am
75 Views

বিনোদন ডেস্কঃগেল বছরে বলিউড অভিনেতা রণবীর সিং এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তার আগে রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্কের জল্পনা ছিল বলি মহলে।

কিন্তু রণবীরের মা নীতু সিং এর নাকি পছন্দ ছিল না দীপিকাকে। সে কারণে এগোয়নি তাদের ওই সম্পর্ক। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে বিয়ের পর এই প্রথম রণবীর কাপুরের সঙ্গে দেখা গেল দীপিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।

শোনা যাচ্ছে, একটি বিজ্ঞাপনে কাজ করছেন দীপিকা-রণবীর। তার শুটিংয়েই দেখা হয়েছিল প্রাক্তন জুটির। সেই শুটিংয়ের ছবিই ভাইরাল হয়েছে ওয়েব মিডিয়ায়।

সম্প্রতি রণবীর সিংকে প্রশ্ন করা হয়, তিনি কি দীপিকাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? স্ত্রী সাবেক প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের?

এর উত্তরে তিনি বলেছিলেন, ‘আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যে ভাবে ভালোবাসি তেমনটা আর কেউ পারবে না।


সর্বশেষ খবর