আমার খারাপ বিষয়গুলোও জানাতে চাই: কঙ্গনা
বিনোদন ডেস্কঃ কঙ্গনা রানাওয়াত। বলিউডে এ অভিনেত্রী নিজেকে কুইন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে বরাবরই এ অভিনেত্রী আলোচনায় থাকেন বিভিন্ন ইস্যুতে। ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দু কঙ্গনা। ক্যারিয়ারে নিজের সফলতার বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা।
সম্প্রতি ‘মণিকর্নিকা’র সফলতার পর কঙ্কনা নিজের বায়োপিকের কথা ঘোষণা করে বলেন, ‘আমি কোনো লুকোচুরির বায়োপিক করতে চাই না। আমার জীবনের সকল ভালো বা খারাপ বিষয়গুলো আমি এখানে দেখাতে চাই। আমার জীবনের সংগ্রামের বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে।’
আমি এমন এক পরিস্থিতি থেকে উঠে এসেছি যেখানে প্রতিনিয়ত আমাকে সংগ্রাম করতে হয়েছে জানিয়ে কঙ্গনা আরও বলেন, সিনেমা ছাড়া আমার দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিল না। কোনো প্ল্যান বি ছিল না। ইন্ডাস্ট্রিতে অনেক পতনও হয়েছে, কারণ নিজেকে সবসময় ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে পেয়েছেন। কিন্তু এই পরিসরেই তিনি বেঁচে থাকার লড়াইটা শিখেছেন বলে জানান এই নায়িকা। এর আগে কঙ্গনা বলেছিলেন, সব সময়ই আমি একজনকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু তখন বিয়ের সুযোগ পাইনি। তবে আমার বর্তমান জীবন নিয়ে আমি খুবই খুশি।