পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ নাই: ট্রাম্প
আন্তজাতিক ডেস্কঃ পারমাণবিক অস্ত্র থাকলে উত্তর কোরিয়ার কোনো অর্থনৈতিক ভবিষ্যৎ নাই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটনে রক্ষণশীলদের এক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
এ সময় ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার অবিশ্বাস্য, সম্ভাবনাময় অর্থনৈতিক ভবিষ্যৎ আছে যদি তারা একটি চুক্তি করে, কিন্তু পারমাণবিক অস্ত্র থাকলে তাদের কোনো অর্থনৈতিক ভবিষ্যৎ নাই।’ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’ মনে হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, গত সপ্তাহে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হয়। তবে বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প অভিযোগ করেন, পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে পিয়ংইয়ং তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। আর এটিই সমঝোতার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।
এদিকে উত্তর কোরিয়া তাৎণিকভাবে দাবি করে, তারা এ ধরনের কোনো দাবি জানায়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বলেন, ‘উত্তর কোরিয়া আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছিল। বিনিময়ে আমরা নিজেদের মূল নিউক্লিয়ার কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের উপস্থিতিতে পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলাম।’