সিরিয়ায় মার্কিন জোটের হোয়াইট ফসফরাস বোমা হামলা
আন্তজাতিক ডেস্কঃ রিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের বাগুজ শহরে নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন আইএস-বিরোধী কথিত আন্তর্জাতিক জোট।
এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান বাগুজ শহরের একটি কৃষি ফার্মে হামলা চালায়। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এদিকে, আমেরিকা ও মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ দাবি করছে- বাগুজ শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের তৎপরতা রয়েছে। দেইর আয-যোর প্রদেশের এ শহরকে আইএসের সর্বশেষ ঘাঁটি বলে মনে করা হয়। শহরটি ফোরাত নদীর পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে এসডিএফ আইএসের বিরুদ্ধে লড়াই করছে।
সূত্র: পার্সটুডে