সব

সোসিয়েদাদকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমালো অ্যাতলেটিকো

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 4th March 2019at 11:18 am
FILED AS: খেলা
64 Views

খেলাধুলা ডেস্কঃ স্প্যানিশ লিগে সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো অ্যাতলেটিকো মাদ্রিদ। দু’টি গোলই করেছেন আলভারো মোরাতা। রবিবার এস্তাদিও অ্যানোয়েটায় ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখিয়েও গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। ৩০ মিনিটে একটি গোলের সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। দিয়েগো গোডিনের সে শর্ট অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে, পরের মিনিটে আর ভুল করেননি আলভারো মোরাতা। ৩১ মিনিটে গোডিনের নেওয়া কর্নার থেকে হেড দিয়ে গোল করে মাদ্রিদের দলটিকে এগিয়ে দেন মোরাতা। লিড বাড়াতেও সময় নেয়নি অ্যাতলেটিকো। এক মিনিট পরই ফ্রি-কিক পায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। আবারও সেই হেড দিয়ে সোসিয়েদাদের জালে বল জড়ান মোরাতা। ব্যবধান দাঁড়ায় ২-০ গোলের।
সোসিয়েদাদ বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠলেও ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিমিওনের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ৭ করেছে অ্যাতলেটিকো।


সর্বশেষ খবর