তিতুমীর কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
মোঃসাখাওয়াত হোসেনঃ “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিটের উদ্যোগে ২ দিন ব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামের সামনে এই ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। “বাঁধন” তিতুমীর কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি ও সাধারন সম্পাদক হাবিবুল্যাহ হাবিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবেদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল আলম সিদ্দিকী, মোঃ মাহবুবুর রহমান নূর, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আছমা খাতুন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃরিপন মিয়া, সাধারন সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, এবং বাঁধনের উপদেস্টা, কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ,এবং নতুন পুরাতন বাঁধনকর্মীরা।
উল্ল্যখ্য, বাঁধন সরকারি তিতুমীর কলেজের ২দিন ব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে মোট ৪৪৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। তন্মধ্যে প্রথম দিনে ২১২ জন এবং দ্বিতীয় দিনে প্রায় ২৩৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে।
২দিন ব্যাপি ব্লাড গ্রুপিং কার্যক্রম শেষে ব্লাড গ্রুপিং আহবায়ক কমিটির আহবায়ক
ও বাঁধন, তিতুমীর কলেজ ইউনিটের সহ সভাপতি -নিজাম উদ্দিন বলেন,
অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমারা ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন করছি। রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থী ও কলেজের স্টাফদের উপচে পড়া ভীড় লক্ষ্য করেছি । আমরা সফলতার সাথে উপস্থিত সকলের রক্তের গ্রুপ নির্নয় করে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করেছি।
বাঁধনের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নিজাম বলেন, আমাদের কার্যক্রম অনেক ভালো, প্রতিদিন আমরা ৮/১০ব্যাগ করে রোগীদের রক্তের ব্যবস্থা করে থাকি। আগামী মার্চে আমরা আবার ব্লাডগ্রুপিং কার্যক্রমের আয়েজন করবো।
সর্বোপরি, আমাদের বাঁধন কর্মীদের হাত ধরেই মানবতার জয় হবে এবং দেশের সকল মানুষ রক্তের গ্রুপ জানবে।