নবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক ১
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আশিকুল ইসলাম(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৩ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে।
আটক আশিকুল বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া এলাকার আনিছুর রহমানের পুত্র।
নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুল আলম জানান, গতকাল সোমবার দিবাগত রাতে গোপণ সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সহায়তায় আফতাবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামীকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।