নড়াইলের জয়পুর গ্রামে ১০৪ তম তিরোধান দিবস
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ঐতিহ্যবাহী সাধক কবি তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস।
এ উপলক্ষে নড়াইলের লোহাগড়ার পৌরসভার জয়পুর কবিধামে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাধক পুরুষ তাঁরক গোঁসাই ঐতিহ্যবাহী জয়পুর গ্রামে বাংলা ১২৫২ সালের ১৫ অগ্রহায়ণ জন্মগ্রহণ করেন। কাশীনাথ ছিলেন একজন পেশাদার কবিয়াল। কবি গান গেয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন।
তিনি আরো বলেন, নড়াইলের লোহাগড়ার সাধক কবি তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস ছোট বেলা থেকেই তিনি বাবার মতো কবিগান রপ্ত করেন এবং পরবর্তীতে কবিগান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি কবিগান পরিবেশনের পাশাপাশি কবিতা লিখতেন। তাঁর রচিত প্রায় আটশ কবিতা রয়েছে। শ্রী তাঁরক চাঁদ মতুয়া সংঘের সভাপতি বিজয় সিকদার, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, তিনি ‘হরিলীলামৃত’ গ্রন্থ রচনা করে গেছেন।
তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে অধিবাস, ৫ মার্চ মহোৎসব, ৬ মার্চ মীন মহোৎসব। এ উপলক্ষ্যে কবিধাম সেজেছে অপরুপ সাজে।