সব

নিজের ভাস্কর্য দেখে যা বললেন বেকহাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th March 2019at 9:41 am
FILED AS: খেলা
75 Views

খেলাধুলা ডেস্কঃ ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ডেভিড বেকহাম। সাফল্যের-স্বীকৃতির অভাব নেই এই ইংলিশ তারকার। তার নামে কমিউনিটি ফিল্ড উদ্বোধনের পর, চলতি সপ্তাহে মেজর লিগ সকার এলএ গ্যালাক্সির স্টেডিয়ামে ভাস্কর্য উন্মোচনে দারুণ খুশি বেকহাম।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত এলএ গ্যালাক্সির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ক্লাবকে জিতিয়েছেন দুটি মেজর সকার লিগের শিরোপা। কীর্তিমান এই ফুটবলার খেলায় ক্লাবে বেড়েছে সমর্থক। সেই প্রতিদান দিতেই কিনা দলটির স্টেডিয়ামের পাশে বেকহামের এই অবাক্ষ ভাস্কর্য। ডগ হ্যামিল্টন, কোবি জোনস ও মৌরিসিওদের পর বেকহামকেও রিং অব অনার দেয়া হয় এলএ গ্যালাক্সির পক্ষ থেকে।
বেকহাম বলেন, এটা সত্যিই একটি অন্যরকম সম্মান আর ভালোলাগা। এই ক্লাবটি আমার পরিবারের মত। এক বছর আগেও কেউ যদি আমাকে বলত স্টেডিয়ামের পাশে আমার ভাস্কর্য বানানো হবে, আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু এখন এটি আমার চোখের সামনে।

শুধু ভাস্কর্য নয়, বেকহামের নামে ক্লাবটি বানিয়েছে একটি কমিউনিটি ফিল্ড। যেখানে প্রতিমাসে দু’হাজার জন তরুণ ফুটবলার ট্রেনিং নিতে পারবে। বেকহাম বলেন, ক্লাবে তৃণমূল খেলোয়াড় তৈরী করতে একটি ট্রেনিং সেন্টার দরকার ছিল। আশা করি গ্যালাক্সির পাইপলাইনে এখান থেকে ভালো ফুটবলার উঠে আসবে। আমি এই সেন্টারের পাশে যে কনো দরকারে পাশে আছি।


সর্বশেষ খবর