সব

জাকারবার্গকে হটিয়ে ‘বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি’ কাইলি জেনার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th March 2019at 9:44 am
85 Views

আন্তজাতিক ডেস্কঃ বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি’ তালিকায় থাকা ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে পেছনে ফেললেন কাইলি জেনার। ফোর্বের সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হিসেবে নাম উঠেছে তার। কারদাশিয়ান পরিবারের সবচে ছোট সদস্যটি এ টাকা বানিয়েছেন তার কসমেটিক সামগ্রীর ব্যবসার মাধ্যমে। খবর বার্মিংহাম লাইভ’র।

২১ বছর বয়সী কাইলির নিজস্ব সৌন্দর্যবর্ধক সামগ্রীর ব্যবসা আছে। মাত্র ৩ বছর বয়স সে ব্যবসা শুরু করেন। যা কেবল গত এক বছরে কাইলিকে লাভ দিয়েছে ৩৬ কোটি ডলার।
এ সাফল্যে ফোর্বসকে দেওয়া কাইলির বক্তব্য হলো, ‘আমি ভবিষ্যৎ দেখতে পাই না, ভাবিও না। তবে পরিশ্রমে বিশ্বাসী। আর পরিশ্রমের যে প্রতিদান পেয়েছি তা সত্যিই অপ্রত্যাশিত।’

ফোর্বের সর্বশেষ তালিকা অনুযায়ী ধনীদের তালিকায় প্রথমে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার। যা ২০১৮ সালে ছিল মাত্র ১৯ বিলিয়ন ডলার।


সর্বশেষ খবর