লন্ডনের বিমানবন্দর ও রেল স্টেশন থেকে ৩টি বোমা উদ্ধার
আন্তজাতিক ডেস্কঃযুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর ও ওয়াটারলু রেল স্টেশনসহ আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে বোমা উদ্ধার করেছে লন্ডন পুলিশ। এই বোমা উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার হওয়া তিনটি বোমা পরীক্ষা করে দেখছে ব্রিটিশ কাউন্টার টেররিজমের কর্মকর্তারা। প্যাকেট বন্দি বোমাগুলো কম শক্তি সম্পন্ন আইইডি বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় তদন্তও শুরু হয়েছে। খবর-বিবিসি ও এএফপির।
জানা যায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে লন্ডনের হিথরো বিমানবন্দর বিল্ডিং-এর কাছেই বোমার একটি প্যাকেট পাওয়া যায়। হঠাৎ প্যাকেটটিতে আগুন ধরে যায়। তারপর পুলিশের কাছে সন্দেহজনক ডিভাইসের খবর আসে। পরে একই ধরনের প্যাকেট লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটারলুতে পাওয়া যায়। তৃতীয় বোমাটি পূর্ব লন্ডনের লন্ডন সিটি বিমানবন্দরে পাওয়া যায়। এসময় পুলিশের কুইক রেসপন্স টিম ও জরুরি পরিষেবা দফতরের কর্মীরা দ্রুত সেই এলাকা ফাঁকা করে দেন।
বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, কোনো বিমানের ওঠানামার সময় পরিবর্তন করা হয়নি। যাত্রীদেরও কোনো অসুবিধা হয়নি। কারা ওই প্যাকেটগুলো রেখেছিল, তদন্ত করে দেখছে পুলিশ।
২০০৫ এর জুলাইয়ে জঙ্গি হামলার শিকার হয় লন্ডন। টিউব রেলে তিনটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি ডবল ডেকার বাসেও বিস্ফোরণ ঘটে। সেই সময় মোট ৫২ জন মারা যান। দীর্ঘদিন ধরেই জঙ্গিদের টার্গেট লন্ডন। ফলে নিরাপত্তা বাড়ানো হয়েছে শহরজুড়ে।