সব

দেশের কল্যাণে আত্ম-নিয়োগের আহবান এমপি দুর্জয়ের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th March 2019at 9:47 pm
128 Views

কামরুল হাসান খান: জননেত্রী শেখ হাসিনার আদলেই দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে দেশের কল্যাণে আত্ম-নিয়োগের আহবান জানিয়েছেন,বিশ্ব বরেণ্য সাবেক ক্রিকেটার,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

বুধবার বিকেলে মানিকগঞ্জ দৌলতপুর ডাকবাংলো মিলনায়তনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ার পথে শিবালয় উপজেলা আ’লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু’র হাত থেকে ফুলের শুভেচ্ছা গ্রহন শেষে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর প্রতি তিনি এ আহবান জানান।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম,অ্যাডভোকেট মেহের উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো:আব্দুল কদ্দুস,বাচামারা ইউপি চেয়ারম্যান মো:আব্দুল লতিফ,জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিসিবি’র এই পরিচালক আরো বলেন, দেশ আজ সম্মৃদ্ধির পথে এগিয়ে।এই গতিকে আরো বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া কামনা করেন।


সর্বশেষ খবর