সব

১ লক্ষ ২৫ হাজারের পর নতুনধারার সদস্য অভিযানে মোমিন মেহেদী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th March 2019at 10:10 pm
FILED AS: মতামত
110 Views

মোমিন মেহেদী: ১ লক্ষ ২৫ হাজারের পর আবারো নতুনধারার সদস্য অভিযানে নেমেছেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী। জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ মার্চ বিকেল ৪ টায় ‘নতুন প্রজন্মের রাজনীতি-রুখবেই দুর্নীতি’ শীর্ষক শ্লোগানে নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর বিভিন্ন জেলা-উপজেলা-থানা সহ ২ শতাধিক শাখায় ফরম পূরণের মধ্য দিয়ে ১ লক্ষ ২৫ হাজার সদস্য সংগ্রহ করেন নতুনধারার নেতৃবৃন্দ।

মাসব্যাপী এই কর্মসূচীর উদ্বোধনী আয়োজনে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ভাষাসৈনিক অধ্যাপক শুভংকর দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নির্মল চন্দ্র রায়, চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ডা. সাব্বির চৌধুরী (এমবিবিএস), টিএম আলী ফরহাদ শিমুল প্রমুখ  উপস্থিত ছিলেন।
মোমিন মেহেদী তাঁর বক্তব্যে বলেন, সারাদেশে যেই হারে দুর্নীতি হচ্ছে, সেই হারে উন্নয়ন হচ্ছে না। একই সাথে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। এমতবস্থায় আপনি নিবেদিত থাকতে চাইলে, সততা- মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে তৈরি হতে পারেন নতুনধারা বাংলাদেশ এনডিবির পতাকা তলে। লোভ মোহহীন নিবেদিত থাকার ইচ্ছে থাকলে আমাদের মিডিয়া সেল নম্বর ০১৭১২৭৪০০১৫ নম্বরে  নাম+ঠিকানা+বয়স লিখে এসএমএস করলে ফিরতি কল অথবা এসএমএস-এ সদস্য নিশ্চিত করা হবে;  জানানো হবে পরবর্তী কার্যক্রম সম্পর্কেও।


সর্বশেষ খবর