সব

নড়াইলে হনুমানকে দেখতে শিশুসহ ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সী মানুষ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th March 2019at 10:16 pm
86 Views

নড়াইল জেলা প্রতিনিধিঃ এসেছে নতুন দলছুট অতিথি ‘হনুমান’। মনের আনন্দে কয়েকদিন ধরে বিচরণ করছে নড়াইলের হাটবাজারে।

হনুমানকে দেখার জন্যে সড়কের পাশে ভিড় জমাচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের কুন্দসীর সিএন্ডবি মোড়ে হনুমানের দেখা মিলেছে। পারমল্লিকপুর গ্রামের সেলিম বলেন, হঠাৎ নতুন অতিথি হনুমানের আগমনে বেশ ভালই লাগছে। লাফিয়ে লাফিয়ে চলাফেরা করছে। নিজের ইচ্ছেমতো দোকান থেকে কলা-পাউরুটি, বিস্কুট নিচ্ছে – খাচ্ছে।

আবার পথচারী বা দোকানদারাও খুশি মনে হনুমানকে খাবার দিচ্ছে। স্থানীয় লোকজনের ধারণা যশোরের কেশবপুরে হনুমানের বিচরণ বেশি। কেশবপুর থেকে বাসে করে লোহাগড়ায় এই হনুমানের আগমন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গাজী মুস্তাইন বিল্লাহ বলেন, মাঝে মাঝে লোহাগড়ায় হনুমানের দেখা মেলে। আমরা নজরে রেখেছি। বন্যপ্রাণি নিধন করা দ-নীয় অপরাধ। খাদ্যের সন্ধানে এই হনুমান কেশবপুর থেকে বিভিন্ন স্থানে চলে আসে।


সর্বশেষ খবর