২০ মিলিয়ন ছাড়িয়ে নেহা কাক্কার
বিনোদন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বলিউড সঙ্গীতশিল্পী নেহা কাক্কার। প্রতিদিনের কর্ম, চাওয়া-পাওয়া অনুভূতি ও ছবি সব ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করেন তিনি। আর সেসব ছবি বা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে রয়েছে তার বিপুল সংখ্যক ফলোয়ার। সম্প্রতি ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সে সংখ্যা ২০ মিলিয়ন ছাড়িয়েছে। এতে যারপরনাই খুশি তিনি।
২০ মিলিয়ন ফলোয়ার পূর্ণ হওয়ায় ভক্ত ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন নেহা। এই অর্জন উদযাপন করতে নিজের ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ ইনস্টাগ্রামে মোস্ট ফলোড ইন্ডিয়ান আর্টিস্ট হয়েছি। এ জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনারাই আমার পৃথিবী! ’
বলিউডে ‘মানালি ট্র্যান্স’, ‘ওঁচি হ্যায় বিল্ডিং টু পয়েন্ট জিরো’, ‘কালা চশমা’, ‘কর গ্যায়ি চুল’সহ অসংখ্য চার্টবাস্টার রয়েছে এ শিল্পীর।
আজকাল বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে হাজির হচ্ছেন নেহা কক্কর। সর্বশেষ তাকে ‘ইন্ডিয়াল আইডল’-এ দেখা যায়।
বলিউডে এখন তুমুল জনপ্রিয় ৩০ বছরের নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘দিলবার’, ‘ধাতিং নাচ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। রণবীর সিং ও সারা আলি খান অভিনীত ‘সিম্বা’ সিনেমায় ‘আঁখ মারে’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন নেহা। তুমুল জনপ্রিয় হয়েছে গানটি।