ভারতের জম্মু-কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১, আহত ৩০
আন্তজাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ জম্মু বাসস্ট্যান্ডে এই বিস্ফোরণটি ঘটে। আহতদের জম্মু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে হরিদ্বারের বাসিন্দা ১৭ বছর বয়সী মহম্মদ শারিক নামে এক যুবকের মৃত্যু হয়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রাজ্য পুলিশের আইজি (জম্মু) মণিশ কুমার সিনহা জানান, ‘এটি একটি গ্রেনেড বিস্ফোরণ ছিল। প্রায় ৩০ জনের মতো আহত হয়েছে। তাদের সকলকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারের কাছে ওই গ্রেণেডটি নিক্ষেপ করা হয়। বিস্ফোণে স্ট্যান্ডে অপেক্ষমান একটি বাস প্রচন্ড ক্ষতিগ্রস্থ হয়। তবে ওই বাসের মধ্যে যাত্রী ছিলেন কি না তা এখনও পরিস্কার নয়।
কুলদীপ সিং নামে আহত এক ব্যক্তি জানিয়েছেন, ‘ওই বাসস্ট্যান্ডস সংলগ্ন রাস্তার পাশে যখন বিস্ফোরণটি ঘটে তখন সেখানে প্রচুর মানুষের সমাগম ছিল। আমি আমার স্ত্রীকে পাঞ্জাবের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসি’।
জম্মু শহরের প্রাণকেন্দ্রে অত্যন্ত ব্যস্ততম জায়গায় রয়েছে ওই বাসস্ট্যান্ড। এর আগেও ওই বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত দশ মাসে এই নিয়ে এটি তৃতীয় বিস্ফোরণ।
তবে সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ সেনার মৃত্যুর পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই গোটা কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর মধ্যেই এদিনের এই গ্রেনেড বিস্ফোরণ। বিস্ফোরণের পরই গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সাময়িক বন্ধ রাখা হয়েছে ওই বাসস্ট্যান্ডটিও।