সব

তুরাগে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th March 2019at 10:17 pm
85 Views
আবু বক্কর সিদ্দিক সুমনঃ রাজধানীর তুরাগ থানাধীন বাবনারটেক  এলাকায়  রমজান (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। নিহত রমজান বাবনারটেক  এলাকায় পরিবারের সাথে কামরুল এর বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ী মায়মনসিংহ জেলার গফরগাওঁ থানার ঘোলাবাড়ি। সে ঐ গ্রামের হারিচ মিয়ার ছেলে।
শুক্রবার রাত  ৮ টার দিকে ঘরের তালা ভেঙ্গে  লাশটি উদ্ধার করেন পুলিশ।
তুরাগ থানার উপ-পুলিশ পরিদর্শক  (এস আই) মাহামুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে  ঘরের মাচার  সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি।
তিনি আরো জানান,  পারিবারিক কোন সমস্যার কারনে তিনি আত্মহত্যা করতে পারে। আমরা প্রাথমিক সুরাতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরারদী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। এঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকতা।

সর্বশেষ খবর