কোটালীপাড়ায় জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্ঞানের আলো পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঠাগার চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহসিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মন্নু, পাঠাগারের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, প্রেসিডিয়াম সদস্য সন্দিপ সাহা, আজিজুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জ্ঞানের আলো পাঠাগার এখন শুধু আর একটি পাঠাগারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই পাঠাগারের সাথে যারা যুক্ত তারা এলাকায় অনেক সেবামূলক কাজ করে যাচ্ছেন। আমরা এই পাঠাগারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।