সব

নড়াইলে শিল্পী সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সেমিনারে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th March 2019at 10:28 pm
74 Views

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ৮ই মার্চ সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তার বক্তব্যে বলেন সুলতান এই জেলার সন্তান এ জেলার মানুষ খারাপ হতে পারে না নড়াইলে অনেক গুণীজনের জন্ম আমরা যেন সবাই সেই গুণীজনের মত বিশ্বের বুকে পরিচিত হতে পারে।

এই সময়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অপর দিকে মেলায় দুই শতাধিক দোকানি তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেন। শিশুদের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ও ট্রেন স্থাপন করা হয়। এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরে এ মেলা হয়ে থাকে। এ মেলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে সুলতান প্রেমীরা নড়াইলে আসেন। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, সুলতান পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে জাঁকজমক ভাবে উদযাপন করতে প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে, মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠেছে।

১০ দিনব্যাপী সুলতান মেলায় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, যুগান্তর, চিত্রা থিয়েটার, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, ছায়ানট, গ্রেভ, উদীচী শিল্পী গোষ্ঠী, সুরধাম, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমিসহ ৩৪টি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করবে। এই মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে দু’শতাধিক দোকানি মেলা প্রাঙ্গনে তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।

অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১০ আগস্ট শিল্পীর জন্মদিন হলেও এ সময় বর্ষার কারণে ২০০৩ সাল থেকে এ সময় ‘সুলতান মেলা’ অনুষ্ঠিত হয়ে আসছে।


সর্বশেষ খবর