ঝিনাইদহে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ সদর উপজেলার সোনার দাইড় গ্রাম থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর থানার পরিদর্শক (অপারেশন) মহসীন হোসেন রফিকুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
পরিদর্শক (অপারেশন) মহসীন হোসেন জানান, ২০১১ সালে প্রতারনার অভিযোগে রফিকুলের বিরুদ্ধে সিআর মামলা নং ২৫৬/১১ দায়ের করা হয়। বিচারে ২০১৮ সালে আসামী রফিকুল ইসলামের ৬ বছরের সাজা হয়। সাজা ঘোষনার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিল রফিকুল ইসলাম।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সোনার দাইড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।