ভায়েকানোকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা
খেলাধুলা ডেস্কঃ দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ৩-১ গোলে ভায়েকানোকে হারিয়েছে। এই জয় দিয়েই স্পেনের শীর্ষ লিগে কোনো দলের বিপক্ষে বার্সেলোনা টানা ১৩ ম্যাচে জয় পেলো।
শনিবার রাতে স্প্যানিশ লিগের ২৭তম ম্যাচে রেলিগেশন শঙ্কায় থাকা দুর্বল রায়ো ভায়েকানোর মুখোমুখি হয় কাতালানরা।ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় কাতালানরা। কিন্তু ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন ভালভার্দের শিষ্যরা। এই জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করলো বার্সেলোনা।