সব

বিশ্বের সবচেয়ে কম বয়সী ধনী এই তরুণী!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th March 2019at 9:30 am
60 Views

আন্তুজাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে কম বয়সী ধনীর শিরোপা পেয়েছেন কেইলি জেনার। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন ধনীদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হিসাবে রয়েছে কেইলি জেনারের নাম।

বিশ্বের সবচেয়ে কম বয়সী ধনীর স্বীকৃতি পেয়ে কেইলি জেনার জানান, এতকিছু তিনি আশা করেননি।
কেইলি জেনারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার বা ৭ হাজার কোটি টাকা। ২১ বছর বয়সী এই তরুণী সম্পূর্ণ নিজের যোগ্যতায় বিপুল সম্পত্তি তৈরি করেছেন। জানা যায়, তার কসমেটিকস বা প্রসাধনীর ব্যবসা থেকেই বিপুল পরিমাণ সম্পদ উপার্জন করেছেন কেইলি। তিন বছর আগে ২০১৫ সালে যাত্রা শুরু করা তার সংস্থা ‘কেইলি কসমেটিকস’ গত বছর আয় করেছে প্রায় ৩৬ কোটি ডলার।
২০১৫ সালে কেইলি জেনার ব্যবসা শুরু করেছিলেন ২২ ডলার দামের লিপস্টিক ও ঠোঁটের অন্যান্য প্রসাধনী দিয়ে। অনলাইনে বিক্রি শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই শেষ হয়ে যায় সেইসব। মূলত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই বিক্রি হয়ে থাকে এইসব পণ্যগুলো। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৫ কোটিরও বেশি।


সর্বশেষ খবর