ফেরা পুলওয়ামার মতো জঙ্গি হামলার পরিকল্পনা, জানালো ভারতীয় গোয়েন্দারা
আন্তজাতিক ডেস্কঃ ফের নাশকতার ছক কষছে জইশ-ই-মোহম্মদ। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীকে সতর্ক করলো গোয়েন্দারা। কাশ্মীর উপত্যকাতেই হতে পারে পুলওয়ামার মতো আত্মঘাতী হামলা। পাকিস্তানে বসে জইশ কমান্ডার এই নাশকতা চালানোর জন্য পাঁচ থেকে ছয় জন জঙ্গিকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। সেনাবাহিনীর গতিবিধির খবর জানতে উপত্যকারই কিছু যুবককে কাজে লাগিয়েছে তারা। একই সঙ্গে এই উপত্যকার যুবকদের দিয়েই বিস্ফোরক সংগ্রহের কাজও করাচ্ছে তারা।
ভারতীয় গোয়েন্দারা নিজ দেশের সেনাবাহিনীকে সতর্ক করে জানিয়েছে, সবুজ রঙের একটি স্করপিও গাড়ি করে আত্মঘাতী হামলা চালানো হতে পারে। চৌকিবাল অথবা তাংধরের কোনো একটি এলাকায় আইইডি নিয়ে আত্মঘাতী হামলা চালাবে এই সবুজ রঙের স্করপিও গাড়ি।
পুলওয়ামা হামলার পর সোশ্যাল মিডিয়ায়র ম্যাসেট ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পেরেছে। গুপ্ত ভাষায় বিস্ফোরণের বার্তা পাঠাচ্ছে জইশ। বিস্ফোরক শব্দটিকে ‘খেলনা’ বা হিন্দিতে ‘খিলনা’ নাম দিয়ে বোঝানো হচ্ছে। পুলওয়ামা হামলার সময় ২০০০ কেজি ‘খিলনা’ শব্দটি ব্যবহার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরে লেখা হয়েছিল ৫০০ কেজি আইইডি বিস্ফোরণের জন্য তৈরি থেকো।