সব

প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 11th March 2019at 4:52 pm
FILED AS: খেলা
60 Views

ক্রীড়া ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটল। দুই বছরের বেশি সময়ের পর পুলে গড়িয়েছে জাতীয় সাঁতার। স্বাধীনতার পর জল দৌড়ে এটি ২৯তম আসর। ম্যাক গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আসরে গতকাল উদ্বোধনী দিনেই ছিল রেকর্ডের ছড়াছড়ি। আট ইভেন্টে সাঁতারুরা পুরাতন রেকর্ড ভেঙে পাঁচটি নতুন রেকর্ড গড়েন। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইলে বাংলাদেশ নৌবাহিনীর মো. আসিফ রেজা মেয়েদের একই ইভেন্টে নৌবাহিনীর জুনাইনা আহমেদ ২.১৯.৮৯ সময় নিয়ে সোনা জয়ের পাশাপাশি সবুরা খাতুনের আগের রেকর্ডটি ভেঙে ফেলেন। পুরুষদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ২.১৫.১৬ সময় নিয়ে সোনা জিতে রেকর্ড ভাঙেন রুবেল রানার। মেয়েদের এই ইভেন্টেও নতুন রেকর্ড সৃষ্টি হয়। নৌবাহিনীর জুনাইনা আহমেদ ২.৪০.৭৫ সময় নিয়ে সোনা জেতেন। তিনি ভাঙেন নাইমা আক্তারের রেকর্ড। ১০০ মিটার বাটারফ্লাই স্ট্রোকে পুরুষদের বিভাগে সোনা জেতেন নৌবাহিনীর মাহমুদুন নবী নাহিদ। ০০.৫৬.৮২ সময় নিয়ে তিনি ভাঙেন জুয়েল আহমেদের রেকর্ড। মেয়েদের ১০০ মিটার বাটার ফ্লাই স্ট্রোকে নিজের পর্বের রেকর্ড ভেঙে সোনা জেতেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। পুরুষদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নৌবাহিনীর আরিফুল ইসলাম। মেয়েদের বিভাগে সোনা জেতেন সেনাবাহিনীর রুমানা আক্তার। দলগতভাবে প্রথম দিনটি ছিল নৌবাহিনীর। তারাও সোনা, ২ রুপা ও ৩টি তামার পদক জিতে নেয়। অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে ২ সোনা, ২ রুপা ও ৩টি তামা। বগুড়া সুইমিং সেন্টার ১টি রুপার পদক জিতে।


সর্বশেষ খবর