সব

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ফলাফল থেকেই বোঝা যায় বিএনপির অবস্থা কোথায়ঃ হানিফ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 13th March 2019at 11:27 pm
68 Views

 

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ফলাফল থেকেই বোঝা যায় বিএনপির অবস্থা কোথায় গিয়ে নেমেছে।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে স্বপ্ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা অগ্নিঝরা মার্চ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। তাদের প্রতি সবার আস্থা পরিপূর্ণভাবে কেন ধরে রাখতে পারে নাই, আমার মনে হয় কর্তৃপক্ষ সেটা খুঁজে দেখবে। ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসেবে আমাদের শিক্ষকসহ কর্মকর্তারা পূর্ণ আস্থা নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন এ আশা করি।’

ডাকসু নির্বাচনে বিজয়ীদের স্বাগত জানিয়ে হানিফ আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর ডাকসু হবে। নির্বাচনকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ সভাপতি ডাকসুর ভিপিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

হানিফ বলেন, ‘কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা বিজয়ী হওয়ায় প্রমাণিত হয়েছে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কয়েদি হিসেবে কারাগারে রয়েছেন। তারপর তার দলেরই যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তার সম্মানকে আরও ধ্বংস করেছেন। বিএনপির আবাসিক প্রতিনিধি রিজভী আহমেদের এই বোধটুকু থাকলে তিনি কখনো খালেদা জিয়াকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করতেন না।


সর্বশেষ খবর