এদেশের জন্য ভোট একটি উৎসব: সিইসি
অনলাইন ডেস্কঃ ধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা বলেছেন, প্রশাসনের সহযোগিতায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ বুধবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিইসি বলেন, এদেশের জন্য ভোট একটি উৎসব, প্রশাসনের আন্তরিকতায় এই উৎসব সুষ্ঠু হয়ে থাকে। প্রত্যেক ভোটার যেন বিনা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটকেন্দ্রে যেনো কোনো ভোটারকে বাধা দেওয়া না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভোটগ্রহণ শেষে প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বাক্ষর নিতে হবে।