সব

রায়পুরে আন্তঃ স্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd April 2016at 6:37 pm
47 Views

2রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি ঃ লক্ষীপুরে রায়পুর উপজেলায় পৌর অডিটোরিয়া মিলনায়তনে আন্তঃ স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বিতর্ক প্রতিযোগিতা।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের বিতর্ক শিল্পের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক রুপদানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রায়পুর ও লক্ষীপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহন করে। রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা।

প্রধান বক্তা ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহামেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, গাজী বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মাহমুদ কামাল প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল রায়পুর মার্চ্চেন্টস একাডেমি ও রানারআপ দল রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘নূরজাহান’ প্রদান করা হয়।


সর্বশেষ খবর