তনুর স্বজনদের সিআইডির জিজ্ঞাসাবাদ
আমার বাংলা ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুর স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
শনিবার দুপুরে নিহত তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম, বড় ভাই নাজমুল হোসেন, আনোয়ার হোসেন ও চাচাতো বোন লাইজু জাহানকে বাসা থেকে সিআইডির কুমিল্লা কার্যালয়ে আনা হয়।
এদিকে হত্যা মামলা তদন্তে ঢাকা ও কুমিল্লার সিআইডির একটি দল শনিবার কুমিল্লা সেনানিবাসের ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকাল ৯টায় দলটি সেনানিবাসে যায়। দুপুর পর্যন্ত দলটি সেখানে অবস্থান করছিল। শুক্রবারও দিনভর কুমিল্লা সিআইডির একটি দল সেনানিবাসের তিনটি স্থান পরিদর্শন করে।