সব

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে নিহত ৫০

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 15th March 2019at 3:31 pm
63 Views

 

অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় আজ শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে ওই সন্ত্রাসী হামলা হয়। হামলার পর ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে-বহু মানুষের নিথর দেহ পড়ে আছে। এছাড়া অনেককে গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। ফলে সেখানে এক ভীতিকর দৃশ্যের সৃষ্টি হয়েছে।

এর আগে, হামলার সময়কার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যে ভিডিওটি হামলাকারী নিজেই করেন বলে ধারণা করা হচ্ছে। সেই ভিডিওতে দেখা যায়, মসজিদের বিভিন্ন প্রান্তে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক কোনায় প্রায় ১৫টি মরদেহ স্তূপ হয়ে রয়েছে। হামলাকারী তাদের কাছে গিয়ে মরদেহের ওপর মুহুর্মুহ গুলি চালাচ্ছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, জুম্মার নামাজের সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিলে গুলি চালাতে শুরু করে।


সর্বশেষ খবর