হামলাকারীর ছবি প্রকাশ ফেজবুক আইডি বন্ধ
অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন ২০ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় আজ শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে ওই সন্ত্রাসী হামলা হয়। হামলায় ৩ বাংলাদেশিও গুলিবিদ্ধ হয়েছেন।
নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে পরিচয় দেওয়া এক হামলাকারী হামলার ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করেছেন। তবে হামলাকারীর ওই লাইভ বা হামলা সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, তারা ওই হামলাকারীর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই হামলাকারী হামলার পেছনে নিজের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে একটি ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি নিজেকে ডানপন্থী নীতির পক্ষে এবং অভিবাসী নীতি বিরোধী বলে উল্লেখ করেছেন।