পুলিশ আছে বলেই আমরা শান্তিতে বসবাস করছি
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন পুলিশ সদস্য ও চাঁপাই নবাবগঞ্জ বাসীর উদ্দেশে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির সঠিক দিকনির্দেশনায় আজ আমরা শান্তিতে বসবাস করছি। কিন্তু তবু আমরা আত্মতৃপ্তিতে ভুগি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ সমাবেশে তিনি আরো বলেন, এ জেলার অবস্থা কয়েক বছর আগে কী ছিল আপনারা তা জানেন। সাধারণ মানুষের চলাফেরা থেকে শুরু করে, সারাদেশের দৃষ্টি ছিল চাঁপাইনবাবগঞ্জের দিকে। কেননা, এ জেলা ছিল একটি জঙ্গিবাদ এলাকা, মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান এলাকা। কিন্তু বর্তমান সুপার পুলিশ টিএম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে এবং তার সহকর্মীদের আপ্রাণ প্রচেষ্টায় সে অবস্থা এখন আর নেই। আমি বিশ্বাস করি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখন অনেক নিরাপদে আছে এবং আমরা যারা দায়িত্বে নিয়োজিত রয়েছি, আমরা চাই, এই ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, কারণ হচ্ছে আগে পুলিশ বাহিনীর যে পরিমাণ সদস্য ছিল, আমাদের যে লজিস্টিকস সমস্যা ছিল, এরই মধ্যে তার সমাধান হয়েছে। পুলিশ এখন আগের তুলনায় অনেক শক্তিশালী একটি বাহিনী। আমরা এখন স্বয়ংসম্পূর্ণ।
এম খুরশীদ হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের জনগণ অতীতের চেয়ে বর্তমানে অনেক এগিয়ে এসেছে। তারা সব রকম সহযোগিতা করছে। রাজশাহী রেঞ্জের মানুষ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আগের থেকে অনেক পরিবর্তিত হয়েছে। তারা পুলিশের বন্ধু। আমি আমার রেঞ্জ পুলিশের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জবাসীকে এবং চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।তিনি আরো বলেন, জেলা পুলিশের এমন আয়োজন সত্যিই খুবই প্রশংসার দাবিদার। ছোট একটি জেলা হয়েও তাদের আয়োজন ছিল খুবই চমৎকার। বিভিন্ন ইভেন্টে যেসকল পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এমন সুন্দর পরিবেশে আমরা এই আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছি। সাথে সাথে এই আয়োজেনর মতই অন্যান্য কাজেও আমরা একে অপরকে একটি পরিবারের মতো ভেবে সহযোগিতা করব এবং নিজেদের দক্ষতার পরিচয় দিব।