তুরাগে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ রাজধানীর তুরাগে গলায় নিজের ওরনা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় কানিজ ফাতেমা মনি (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল ৫টার দিকে ডিয়াবাড়ী স্কুল সংলগ্ন লালমিয়া মেম্বার (সাবেক) এর ভারা বাসায় এই ঘটনা ঘটে। সে কালাচাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি বকুলতলী, থানা- বেতাগি, জেলা -বরগুনা।
তুরাগ থানার এস আই মনিরুল ইসলাম প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মনি দুই বোন এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। তার বাবার নাম আব্দুল কুদ্দুস। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছে না। লাশটি উদ্ধার করে শহিদ সোহরারদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।