মানিকগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
কামরুল হাসান খান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ কোরআন খানি,দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করে।
রবিবার দুপুরে মানিকগঞ্জ শহরস্থ বান্দুটিয়া বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে এ অনুষ্টানের আয়োজনে করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদ ও জেলা আ’লীগের সদস্য মাহবুবুর রহমান জনি’র সভাপতিত্বে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,যুগ্ম-সাধারন সম্পাদক বদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু,সুলতানুল আযম খান আপেল,জেলা মহিলা আ’লীগের সভাপতি নীনা রহমান,সাধারন সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জী,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,সুদেব সাহা,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল হক খান খালিদ,সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম চৌধুরী রানাসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,জননেত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।