সব

ট্রাফিক উওরা জোনের উদ্যোগে শিশুদের মাঝে হেলমেট বিতরণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th March 2019at 5:29 pm
FILED AS: ভিডিও
161 Views

 

ডেস্ক রিপোর্টঃ রাজধানী উওরায় মোটরসাইকেল আরোহী শিশুদের মধ্যে হেলমেট বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা জোন। সোমবার সকালে উত্তরার ১১ নং সেক্টর সংলগ্ন জমজম টাওয়ার মার্কেটের সামনে শিশুদের মাঝে হেলমেট, ফুল ও চকলেট বিতরণ করা হয়।

এ সময় ট্রাফিক পুলিশ পরির্দশক (টি আই) সহ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমরা যারা রাস্তায় কাজ করি বাস্তবতাটা হচ্ছে আইনের সুষ্ঠু প্রয়োগ করতে গিয়ে দেখছি শিশুদের বিষয়টা অবহেলিত রয়ে যাচ্ছে।যারা বাইক ব্যবহার করেন তারা অনেকেই শিশুদের জন্য হেটমেট ব্যবহার করেন না।’  যে ব্যক্তি দুই লাখ টাকা দিয়ে বাইক কিনতে পারে তারা হেলমেট কিনতে পারবে না? তা তো না! ‘অভিভাবকদের সচেতন করতে ‘উত্তরা ট্রাফিক জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র ।

তিনি আরও বলেন,’দুর্ঘটনা দেখেছি। তাই এর বাস্তবতাটা আমরা বুঝি। অফিসারদের নিকট থেকে টাকা নিয়ে বাঁচ্চাদের জন্য হেলমেট কিনেছি, ফুল কিনেছি, চকলেট কিনেছি। আমাদের এই ছোট প্রচেষ্টা অভিভাবকদের যদি একটু সচেতনতা বৃদ্ধিতে কাজে আসে তাহলে খুশি হবো।


সর্বশেষ খবর