প্রধানমন্ত্রীকে শোক জানালেন কানাডার প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি প্রবাসীদের হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কোনো ধরনের ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ট্রুডো। এ সময় ওই হামলার তীব্র নিন্দা জানান ট্রুডো। একইসঙ্গে বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান দুই দেশের প্রধানমন্ত্রী।