সব

বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 19th March 2019at 9:01 pm
64 Views

 

অনলাইন ডেস্কঃ বাসচাপায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় রাজধানীর নর্দ্দায় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার সময় এই আহ্বান জানান তারা।

আন্দোলনকারীদের পক্ষে মাইশা নূর নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আজকের মত তারা সড়ক থেকে অবরোধ উঠিয়ে নিয়েছেন। তবে বুধবার আবার সকাল ৮টায় সড়কে অবস্থান নেবেন তারা। এ জন্য সহপাঠীদের বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে আসার আহ্বান জানান তিনি।

এই শিক্ষার্থী আরো বলেন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এখানে রাজনৈতিক উপস্থিতির কোনো প্রতিফলন আমরা দেখতে চাই না। এসময় তিনি ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানান।


সর্বশেষ খবর