চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে প্রায় ৯৩ লক্ষ টাকার ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিওপি
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃচাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন এর কালুপুর মাঠ এলাকা থেকে ।
প্রায় ৯৩ লক্ষ টাকার ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৩ বিজিবির ওয়াহেদ পুর বিওপি।তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৫৩বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় বুধবার রাতে বিওপির সদস্য গন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কালু পুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাবে এমন সংবাদের ভিত্তিতে ,ওয়াহেদ পুর বিওপির সুবেদার জনাব মোঃ নওশের আলীর নেতৃত্বে চালান টি ধরার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়ারা বহন কারী মাদক ব্যবসায়ী বিজিবির টহল দলের সদস্য দের দেখতে পেয়ে মাদক ব্যবসাই মাদকের চালান ফেলে পালিয়ে যায়। মাদকের চালান জব্দ করার পর মোট ৩১ হাজার পিস ইয়াবা গননা করা হয় যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ৯৩লক্ষ টাকা।
অভিযানে কাউকে আটক করতে পারিনি বিওপির সদস্যরা। এই ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।