নড়াইলে উপজেলা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন: ব্রিফিং এ পুলিশ সুপার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি টিম প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় নড়াইল পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে এক ব্রিফিং এ নড়াইলের পুলিশ সুপার এ সকল তথ্য জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, (কালিয়া সার্কেল) রিপন বিসাস. সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান, ডি আই (১), এস এম ইকবাল হোসেনসহ নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ব্রিফিং চলাকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবারের উপজেলা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে একজন অতিরিক্ত ডিআইজি নিয়োজিত থাকবেন। সেই সাথে প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটলে ডিআইজির নির্দেশক্রমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষে নড়াইল জেলা পুলিশ সদা তৎপর থাকবে। এছাড়াও ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যও তিনি অনুরোধ করেন। অপরদিকে উপজেলা নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করুন’ নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করুন। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কারোর হুমকি-ধামকি পরোয়া করবেন না। কেউ কোনো ধরণের ভয়-ভীতি ও হুমকি দেয়ার চেষ্টা করলে সরাসরি আমাকে জানাবেন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অবগত করবেন। প্রিজাইডিং কর্মকর্তাদের এসব কথা বলেন তিনি। পুলিশ সুপারের এ ধরণের বক্তব্য শুনে প্রিজাইডিং কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা (প্রিজাইডিং কর্মকর্তা) প্রতিজ্ঞাবদ্ধ হন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, শিক্ষাবিদ নাহিদা চৌধুরী সুমিসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা। তৃতীয় ধাপে আগামি ২৪ মার্চ নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলাতেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন দলীয় বিদ্রোহী প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক প্রার্থী মাঠে আছেন। এদিকে লোহাগড়া উপজেলাতে চেয়ারপদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত নেত্রী সালেহা বেগম এবং নড়াইল সদর উপজেলায় ভাইস-চেয়ারপদে বিএনপির বহিষ্কৃত নেতা অশোক কুন্ডু।