গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির চট্টলা উৎসব অনুষ্ঠিত
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের “চট্টলা উৎসব-২০১৯” অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শুক্রবার গাজীপুরস্থ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) সাবেক সার্ডির মাঠে সারাদিন চলে ওই অনুষ্ঠান।
উৎসব উপলক্ষে আয়োজন করা হয় কার্য নির্বাহী পরিষদ-২০১৯-২০২০ এর অভিষেক, কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খানাপিনার উৎসব। তার সাথে চা-কফি, জিলাপী। দুপুর ১টা থেকে শুরু হয় মেজবানের আনুষ্ঠানিকতা।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ শাহাব উদ্দীন কোরেশী।
উৎসবে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সভাপতি হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক মোঃ শাহাজাহান ও সহ-সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সহ-সভাপতি এম এ তাহের, সহ-সভাপতি এম মাহফুজুর রহমান, সহ-সভাপতি প্রবীর কুমার সাহা, সহ-সভাপতি মোঃ নেছারুল ইসলাম কুতুবী, বিজিএমই-এর সহসভাপতি মোঃ নাসির উদ্দিন, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির ডিজি ডঃ মোঃ আবদুস ছালাম প্রমুখ।