রাজনৈতিক প্রভাবের কারণে পরিবহন খাতে বিশৃঙ্খলা ঠেকাতে পারছেনা সরকার
অনলাইন ডেস্কঃরাজনৈতিক প্রভাবের কারণে পরিবহন খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সড়কে বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা সুশাসনের ঘাটতি। আর সুশাসনের জন্য দরকার আইনের নিরপেক্ষ প্রয়োগ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের উদ্যোগে সড়কে নৈরাজ্য বন্ধ করা ও নিরাপদ সড়কের দাবিতে এক সংবাদ সম্মেলনে ড.কামাল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন দলের প্রেসিডিয়াম সদস্য মে. জে. (অব.) আ ম সা আমিন। তিনি নিরাপদ সড়কের দাবিতে দলের ১৪ দফা দাবি তুলে ধরেন।
ড. কামাল বলেন, রাজনৈতিক প্রভাবের জন্য শুধু দুর্নীতির প্রসারই পায় না, আইন মানার ব্যাপারে যে দায়িত্ববোধ থাকার কথা, সেটাও থাকে না। এর ফলে আইনের শাসনও থাকে না। এটা অন্যান্য ক্ষেত্রে যেমন সত্য, পরিবহনের ক্ষেত্রেও সত্য। মূলত এটা সুশাসনের ঘাটতি। এই সুশাসনের জন্য দরকার আইনের নিরপেক্ষ ও কার্যকর প্রয়োগ।