চতুর্থ দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি
অনলাইন ডেস্কঃ এমপিওভুক্তির দাবিতে গতকাল শনিবার চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। এমপিওভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকরা কথা বলতে চান বলে জানিয়েছেন। দাবি পূরণ ছাড়া এবার আর ঘরে ফিরতে চান না তারা। এদিকে শনিবার পর্যন্ত কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
আন্দোলনরত ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার সমকালকে জানান, শিক্ষকদের বাঁচা-মরার যৌক্তিক ও মানবিক আবেদন পূরণের জন্য প্রধানমন্ত্রীই একমাত্র অবলম্বন। তাই তার সাক্ষাতের জন্য শিক্ষক-কর্মচারীরা চলমান কর্মসূচি গ্রহণ নিতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বঞ্চনা-দুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরতে পারলে, তিনি দীর্ঘদিনের ঝুলে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করে অনিশ্চয়তা থেকে অবশ্যই মুক্ত করবেন।
দেশের বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীরা তাদের পরিবারের সদস্য ও সন্তানদের নিয়েই অবস্থান কর্মসূচি পালন করছেন। টানা অবস্থানের চতুর্থ দিনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।