শাহনাজ রহমত উল্লাহর জনপ্রিয় গানগুলো
বিনোদন ডেস্কঃ কিংবদন্তি সংগীত শিল্পী শাহনাজ রহমত উল্লাহ দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৬৩ সালে ১১ বছর বয়সে ‘নতুন সুর’ নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
১৯৬৪ সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচী টিভিতেও গান করেছেন।
তার উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে
‘এক নদী রক্ত পেরিয়েৃ’
‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়েৃ’
‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল্ৃ’
‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশৃ’
এই তিনটি গান বিবিসির একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়। এছাড়াও তার জনপ্রিয় গানসমূহ হল:
‘আমার দেশের মাটির গন্ধেৃ’
‘আমায় যদি প্রশ্ন করেৃ’
‘কে যেন সোনার কাঠিৃ’
‘মানিক সে তো মানিক নয়ৃ’
‘যদি চোখের দৃষ্টিৃ’
‘সাগরের তীর থেকেৃ’
‘খোলা জানালাৃ’
‘পারি না ভুলে যেতেৃ’
‘ফুলের কানে ভ্রমর এসেৃ’
‘আমি তো আমার গল্প বলেছিৃ’
‘আরও কিছু দাও নাৃ’
‘একটি কুসুম তুলে নিয়েছিৃ