ওবায়দুল কাদেরের খোজ খবর নিতে অর্থমন্ত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে
স্টাফ রিপোর্টারঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীওবায়দুল কাদেরকে দেখতে গতকাল (শুক্রবার) বিকেলে হাসপাতালে ছুটে যান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন।অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভালো আছে। তিন-চার দিন পর মন্ত্রীওবায়দুল কাদেরকে কেবিনে স্থানান্তর করা হবে।
সিঙ্গাপুরে মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবংনিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী গতকাল বিকেলে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ওঅন্যদের এসব তথ্য জানান। এ সময় হাসপাতালের লবিতে অন্যান্যের মধ্যে মন্ত্রী ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সেতু বিভাগেরজ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, মন্ত্রী কাদেরের ছোট ভাই বসুরহাটপৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা প্রমুখসহ উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মাননীয় অর্থমন্ত্রী মন্ত্রী কাদেরেরসহধর্মিণী ইসরাতুন্নেসা কাদেরের সাথে মন্ত্রী কাদেরের শারীরিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেন এবং সর্ব শক্তিমান আল্লাহর কাছে আশু রোগমুক্তি কামনা করেন।
গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাসসার্জারি সম্পন্ন হয়েছে।