ভারতের অভিনেত্রীর আত্মহত্যা
বিনোদন ডেস্কঃ ভারতীয় টিভি কালারস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন । মুম্বাই পুলিশের বরাতে বেশকিছু ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়,
শুক্রবার বানিজ্য নগরীর কোকিলাবেন আম্বানি হাসপাতালে তার মৃত্যু হয়। নিজের বাড়িতেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রত্যুষাকে উদ্ধার করা হয়।
এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি।