সব

আজীবন সম্মাননা পেলো মোস্তাফা জব্বার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd April 2016at 8:05 pm
37 Views

9আমার বাংলা ডেস্কঃ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে আজীবন সম্মাননা দিয়েছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

৩১ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোস্তাফা জব্বারের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন।

এসময় আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতিরি সভাপতি এ এইচএম মাহফুজুল আরিফ এবং মহাসচিব নজরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।

পদক প্রদানকালে উপস্থিত সকল অতিথি দাড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করেন।

পদক প্রদানের পর বক্তব্যে মোস্তাফা জব্বার বিসিএস, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং সমিতির সকল সদস্যসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর