চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক এর চাপায় নিহত ১, আহত ১
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার একাডেমির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শনিবার ৩ঃ৩০ ঘটিকার সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়।
নিহত সাইকেল আরোহী হলেন শিবগঞ্জ উপজেলার অন্তরগত চককীর্ত্তি ইউনিয়নের বিমর্ষী ডুবলী ভান্ডার গ্রামের মনিরুল ইসলাম মিনু (৫৫) এবং ট্রাকচালক হলেন একই উপজেলার রানীহাটি ইউনিয়নের বৈলতলা গ্রামের ঝাঁটুর ছেলে আলআমিন।
শিবগঞ্জ থানার এসআই জনাব মোঃআব্দস সালাম জানান, শনিবার বেল ৪ঃ৩০ ঘটিকার দিকে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমির মোড়ে সাইকেল আরোহী মনিরুল ইসলাম মিনু রাস্তা পার হবার সময় সোনা মসজিদ বন্দর গামী একটি খালি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে সাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকচালক গুরুতর আহত হন।
আহত ট্রাকচালককে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে আহত ট্রাকচালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।