মন্ত্রীর আশ্বাসে স্থগিত শিক্ষকদের আন্দোলন
অনলাইন ডেস্কঃ নন-এমপিও বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত বুধবার থেকে রাজধানীতে টানা অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকরা এক মাসের জন্য তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তারা এ সিদ্ধান্ত নেন। মন্ত্রী রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে দাবি মানার আশ্বাস দেন। তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনও ছিলেন।
দুপুর সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হাজির হন ডা. দীপু মনি। সেখানে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,’আমি আপনাদের কষ্টের বিষটি জানি। এমপিওভুক্তি ছাড়া আপনারা কীভাবে, কতো কষ্টে জীবনযাপন করেন, সে খবরও আমার কাছে রয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুিক্ত কার্যক্রম বাস্তবায়ন করা শুরু হবে।’