সব

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 27th March 2019at 9:01 am
72 Views

বিনোদন ডেস্কঃ ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তখন বিচারকের আসনে জুরি মেম্বারদের মধ্যে ছিলেন শাহরুখ খান। মঞ্চে সঞ্চালিকা ছিলেন মালাইকা আরোরা। বিচারকের আসনে বসা শাহরুখ কিছুটা মজাদার অথচ জটিল একটি প্রশ্ন প্রিয়াঙ্কাকে করেন, তিনি কাকে বিয়ে করতে চাইবেন?

শাহরুখের এই প্রশ্নটি ছিল অপশনাল। অপশন গুলির মধ্যে নাম ছিল-
১. কোনো ভারতীয় খেলোয়াড়, যিনি দেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, দেশের গর্ব, যেমন আজহারউদ্দিন।

২. কোনো ব্যবসায়ী, যার নাম উচ্চারণ করা শক্ত হলেও তোমায় দামি নেকলেস এনে দিতে পারবেন যেমন- স্বরস্কি।

৩. কোনও আমার মতো (শাহরুখ খান) কোনো বলিউড তারকা।

উত্তরে প্রিয়াঙ্কা অবশ্য জানান, তিনি দেশের জন্য খেলেন এমন কোনো খেলোয়াড়কেই বিয়ে করতে চান। যেখানে অন্তত সারাদিনের কাজের পর বাড়ি ফিরে আমি তার পাশে বসে বলতে পারবো দেশের মতোও আমারও তোমার জন্য গর্ব হয়।

সেদিন প্রিয়াঙ্কার উত্তর শুনে দর্শকরা হাততালিতে ফেটে পড়েছিলেন। যদিও প্রিয়াঙ্কা সেসময় যে উত্তরটা দিয়েছিলেন, বাস্তবটা তার থেকে এক্কেবারেই আলাদা। পরবর্তী জীবনে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে উত্তাল হয়েছিল বি-টাউন। চির ধরেছিল শাহরুখ-গৌরীর সুখের স্বর্গে।

যদিও পরবর্তীকালে শাহরুখ গৌরীর কাছেই ফিরে গিয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে প্রিয়াঙ্কা কোনও ভারতীয় নয় বিয়ে করেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। আসলে ভবিষ্যতে কখন যে কী ঘটে তা অবশ্য কারোরই জানা থাকে না, প্রিয়াঙ্কার পক্ষেও তেমনটাই ঘটেছে।


সর্বশেষ খবর